শিরোনাম

অনুশীলনের মাঝেই চোট নিয়ে মাঠ ছাড়লেন রোহিত।

সংবাদটি প্রকাশিত হয়েছে : শনিবার, নভেম্বর ২, ২০১৯ ১০:৪৯:২৮ পূর্বাহ্ণ
অনুশীলনের মাঝেই চোট নিয়ে মাঠ ছাড়লেন রোহিত।
অনুশীলনের মাঝেই চোট নিয়ে মাঠ ছাড়লেন রোহিত।

ভারত বাংলাদেশ সিরিজের আগে ঘটনার অভাব নেই। একে তো বাংলাদেশ ক্রিকেটে চরম ডামাডোল। তারকা শাকিবই নির্বাসিত হয়েছেন। তার উপরে দূষণের কারণে দিল্লিতে ম্যাচ আয়োজন করতে গিয়ে সমালোচনার মুখে বিসিসিআই। এর মধ্যেই আরও খারাপ খবর ভারতীয় ক্রিকেট মহলে। অনুশীলনেই সময়েই চোট পেয়ে আহত হলেন রোহিত। মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। এতেই কপালে ভাঁজ ক্রিকেট মহলের।

বিরাট কোহলিকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে। বিরাটের অনুপস্থিতিতে জাতীয় দলকে অধিনায়কত্ব করবেন রোহিত। তবে প্রথম টি২০তে নামার ঠিক ৪৮ ঘণ্টা আগে চোট পেলেন হিটম্যান।

টুইটারে ছবি দেখুন

বাংলাদেশের বাঁ হাতি সিমার মুস্তাফিজুর রহমানের মোকাবিলা করার জন্য অনুশীলনে লেফট আর্ম স্পেশ্যালিস্ট বোলারকে নামানো হয়েছিল অনুশীলনে। যিনি ক্রমাগত থ্রো ডাউন করে যাচ্ছিলেন। অনুশীলনে নেট সেশনের আগে ওয়ার্ম আপ করার জন্যই থ্রো ডাউন করেন ব্যাটসম্যানরা। এমন অনুশীলনের সময়েই রোহিতের বাঁ উরুতে সজোরে আছড়ে পড়ে বল।

তারপরেই মাঠ ছাড়তে বাধ্য হলেন তারকা ক্রিকেটার। সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, রোতিহের চোট খতিয়ে দেখা হচ্ছে। মাঠ ছাড়ার পরে পরবর্তী সময়ে আর অনুশীলনে অংশ নেননি তিনি।

সুত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস।

Spread the love
Facebook Comments

Contact Us