জামালপুর প্রতিনিধি ॥
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে জামালপুরে মিছিল করেছে যুবদলের নেতৃবৃন্দ। ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরে এ মিছিলটি বের করেন নেতৃবৃন্দ।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে মিছিলে জামালপুর জেলা, শহর, ওয়ার্ড, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা চলাকালে পুলিশের অতর্কিত হামলায় ছাত্রদল নেতা কাউসার আহাম্মেদ আটক হয়েছে বলে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান জানান।
Like this:
Like Loading...