সংবাদটি প্রকাশিত হয়েছে :
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৯ ১০:২৩:৫৮ অপরাহ্ণ
বৃহস্পতিবারে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা এনজিও কর্মী মাজহারুল_ইসলাম নামের ব্যক্তি কে খুন করে পালিয়ে যায় খুনি আলা উদ্দিন।
পরে আজ শুক্রবার একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেই জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার তার নিজ খালা মনির বাড়িতে লুখিয়ে আছে। সেই খবর পেয়ে উখিয়া থানাতে স্থানীয়
কয়েকজন লোক খবর দেয়।
খবর দেওয়ার পরে উখিয়া থানার ওসি আবুল মনসুর তৎক্ষণাৎ পুলিশের ফোর্স পাঠিয়ে জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে অভিযান চালিয়ে ঘাতক হত্যাকারী আলাউদ্দিন এবং ঘুরাঘুরি করার যে মোটরসাইকেল টি ছিল সেই মোটরসাইকেলসহ তার খালা মনির বাড়ি থেকে আটক করে উখিয়া থানাতে নিয়ে যাওয়া হয়।
নিহত ব্র্যাক কর্মী দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কিঞ্চনগর গ্রামের আব্দুস সত্তারের ছেলে মাজাহারুল ইসলাম।
Facebook Comments