কুয়াকাটা নৌ পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে একে আইস প্লান্ট, ভাই ভাই আইস প্ল্যান্ট ও জমজম আইচ প্লান্ট এর মালিক মো. আনোয়ার খান, মো. কবির হোসেন ও মো. বেল্লাল হোসেন কাজী প্রত্যেক কে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।