প্রেমের প্রলোভন দেখিয়ে ডেকে এনে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শুক্রবার দুই নারী ইউপিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নুর নেহা, সুরাট ইউনিয়নের ইউপি সদস্য জাহানারা বেগম, কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের রুহানি আক্তার শিলা ও সদর উপজেলার কুলফা ডাঙা গ্রামের আজিম মণ্ডল।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জের চক্রটি প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি ধারণ করে থাকে। এরপরে ভুক্তভোগীদের সম্মানহানি করার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিল।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। ওসি শাহীন উদ্দিন বলেন, আটক চারজনের কাছ আরও অনেকের নাম জানা গেছে। বাকিদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।