অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য হ্রাসের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই ধারাবাহিকতায় এ বছর ২ হাজার গরিব মানুষকে টেকসই ও নান্দনিক রিকশা প্রদান করা হবে ইন-শা-আল্লাহ।
আমরা মনে করি, সমাজের মানুষের অবস্থা ইমাম-খতীবরা বেশ ভালো জানেন। এজন্য আমরা ইমাম-খতীবদের প্রস্তাবের আলোকে (ফাউন্ডেশনের নিজস্ব লোকবল কর্তৃক) যাচাই-পূর্বক প্রত্যেক জেলায় সর্বনিম্ন ২০ জন গ্রহীতা নির্বাচন করব।
🟩 স্মর্তব্য:
✅ একজন খতীব সর্বোচ্চ দুজনের নাম প্রস্তাব করতে পারবেন। (দুজনের জন্য প্রস্তাব করতে আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে।)
✅ ফরম পূরণ মানেই রিকশা প্রদান চূড়ান্ত নয়। প্রস্তাবের আলোকে যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করা হবে।
✅ প্রস্তাবিত উপকারভোগী চূড়ান্তভাবে নির্বাচিত হলে প্রস্তাবকারী খতীব উপকারভোগীকে নিজ দায়িত্বে ১ মাস দীনিয়াত শেখাবেন।
🟩 প্রস্তাবের বিষয়ে লক্ষ রাখবেন:
✅ গ্রহীতাকে অবশ্যই যাকাতের হকদার হতে হবে।
✅ পেশাগতভাবে রিকশা-চালক হতে হবে। অন্য পেশার কারো জন্য এই প্রকল্পে আবেদন করা যাবে না।
✅ নিজ মালিকানাধীন রিকশা আছে, এমন কারো জন্য আবেদন করা যাবে না।
আপনি যদি একজন ইমাম বা খতীব হন এবং আপনার এলাকার কোনো রিকশা-চালকের জন্য একটা রিকশা একান্ত প্রয়োজন বোধ করেন, তাহলে এই ফরমটি পূরণ করতে পারেন। আবেদন করতে ক্লিক করুন: https://forms.gle/n4ZsFf9STFLPrURa7
(উল্লেখ্য, স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ ১ হাজার ৭৭জন কর্মক্ষম গরিব মানুষকে উপার্জন-উপকরণ যেমন: রিকশা, ভ্যান, সেলাই মেশিন, মুদিমাল, গরু-ছাগল ইত্যাদি প্রদান করা হয়েছে। এছাড়া ১০২ জন অসহায় নারীকে ব্লক-বাটিক প্রশিক্ষণপূর্বক উপকরণ কিনে দেওয়া হয়েছে।)
Facebook Comments