শিরোনাম

অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য হ্রাসের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর স্বাবলম্বীকরণ প্রকল্প

সংবাদটি প্রকাশিত হয়েছে : বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ১:১৮:০১ অপরাহ্ণ

অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য হ্রাসের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই ধারাবাহিকতায় এ বছর ২ হাজার গরিব মানুষকে টেকসই ও নান্দনিক রিকশা প্রদান করা হবে ইন-শা-আল্লাহ।
আমরা মনে করি, সমাজের মানুষের অবস্থা ইমাম-খতীবরা বেশ ভালো জানেন। এজন্য আমরা ইমাম-খতীবদের প্রস্তাবের আলোকে (ফাউন্ডেশনের নিজস্ব লোকবল কর্তৃক) যাচাই-পূর্বক প্রত্যেক জেলায় সর্বনিম্ন ২০ জন গ্রহীতা নির্বাচন করব।
🟩 স্মর্তব্য:
✅ একজন খতীব সর্বোচ্চ দুজনের নাম প্রস্তাব করতে পারবেন। (দুজনের জন্য প্রস্তাব করতে আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে।)
✅ ফরম পূরণ মানেই রিকশা প্রদান চূড়ান্ত নয়। প্রস্তাবের আলোকে যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করা হবে।
✅ প্রস্তাবিত উপকারভোগী চূড়ান্তভাবে নির্বাচিত হলে প্রস্তাবকারী খতীব উপকারভোগীকে নিজ দায়িত্বে ১ মাস দীনিয়াত শেখাবেন।
🟩 প্রস্তাবের বিষয়ে লক্ষ রাখবেন:
✅ গ্রহীতাকে অবশ্যই যাকাতের হকদার হতে হবে।
✅ পেশাগতভাবে রিকশা-চালক হতে হবে। অন্য পেশার কারো জন্য এই প্রকল্পে আবেদন করা যাবে না।
✅ নিজ মালিকানাধীন রিকশা আছে, এমন কারো জন্য আবেদন করা যাবে না।
আপনি যদি একজন ইমাম বা খতীব হন এবং আপনার এলাকার কোনো রিকশা-চালকের জন্য একটা রিকশা একান্ত প্রয়োজন বোধ করেন, তাহলে এই ফরমটি পূরণ করতে পারেন। আবেদন করতে ক্লিক করুন: https://forms.gle/n4ZsFf9STFLPrURa7
(উল্লেখ্য, স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ ১ হাজার ৭৭জন কর্মক্ষম গরিব মানুষকে উপার্জন-উপকরণ যেমন: রিকশা, ভ্যান, সেলাই মেশিন, মুদিমাল, গরু-ছাগল ইত্যাদি প্রদান করা হয়েছে। এছাড়া ১০২ জন অসহায় নারীকে ব্লক-বাটিক প্রশিক্ষণপূর্বক উপকরণ কিনে দেওয়া হয়েছে।)

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

সাম্প্রতিক খবর

Contact Us