শিরোনাম

অস্কারের নজরে আমিরের ‘লাল সিং চাড্ডা

সংবাদটি প্রকাশিত হয়েছে : শনিবার, আগস্ট ১৩, ২০২২ ১১:১০:৪৬ অপরাহ্ণ
অস্কারের নজরে আমিরের ‘লাল সিং চাড্ডা
অস্কারের নজরে আমিরের ‘লাল সিং চাড্ডা

বলিউড সুপারস্টার আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে। কিন্তু ভারতে সিনেমাটি তেমন সাড়া পাচ্ছে না। বৃহস্পতিবার (১১ আগস্ট) মুক্তির পর দুই দিনে মোটে ১৯ কোটি রুপির মতো আয় করেছে।

কিছু সমালোচকের মতে, সিনেমাটি মানসম্মত হয়নি। আবার অনেকদিন ধরে আমির খানের বিরুদ্ধে ভারতে চলছে তীব্র নেতিবাচক প্রচারণা। তাকে ও তার সিনেমাকে বয়কটের ডাক দিয়ে আসছে হিন্দু সমাজ। যার ফলে বহু সিনেমা হলে সিনেমাটির শো বন্ধ করে দেওয়া হচ্ছে।

এদিকে ভারতের মানুষ আমিরের সিনেমাকে বয়কট করলেও তা নজর কেড়েছে অস্কার কমিটির। সিনে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

‘লাল সিং চাড্ডা’ নির্মিত হয়েছে অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক হিসেব। সেই সিনেমার সঙ্গে এই সিনেমার কিছু দৃশ্যের সমন্বয় ঘটিয়ে একটি ভিডিও আপলোড করেছে ‘দ্য অ্যাকাডেমি’। ক্যাপশনে দুটি সিনেমার প্রাথমিক বর্ণনা দেওয়া হয়েছে।

১৯৯৪ সালে অস্কারে ১৩টি বিভাগে মনোনীত হয়েছিল ‘ফরেস্ট গাম্প’। জিতে নিয়েছিল সেরা অভিনেতা, সেরা পরিচালনা, সেরা এডিটিং, সেরা ভিজ্যুয়াল এফেক্টস, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে ও সেরা চলচ্চিত্রের পুরস্কার।

রিমেক হলেও ‘লাল সিং চাড্ডা’র গল্পটা সাজানো হয়েছে ভারতীয় প্রেক্ষাপটে। এটি নির্মাণ করেছেন অদ্বৈত চন্দন। এতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর, নাগা চৈতন্য প্রমুখ।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us