শিরোনাম

অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ‘আলফা’

সংবাদটি প্রকাশিত হয়েছে : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯ ৯:৫০:২২ পূর্বাহ্ণ
অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ‘আলফা’
অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ‘আলফা’

৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত সিনেমা ‘আলফা’। গত শনিবার দুপুরে কারওয়ান বাজারের একটি রোস্তরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অস্কারের বাংলাদেশ কমিটির প্রধান হাবিবুর রহমান হাবিব।

জানা যায়, এ বছর তিনটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো মাসুম আজিজের ‘সনাতনের গল্প’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ এবং নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’। পরে ৯ সদস্যের অস্কার বাছাই কমিটি ‘আলফা’কে এ বছর বাংলাদেশ থেকে অস্কারে পাঠানোর জন্য মনোনীত করেন।

চলতি বছরের ২৬ এপ্রিল মুক্তি পায় ‘আলফা’। তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনি। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন। ছবিটিতে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এছাড়াও রয়েছেন, মুস্তাফিজ নুর ইমরান এবং এটিএম শামসুজ্জামান প্রমুখ।

Spread the love
Facebook Comments

Contact Us