শিরোনাম

অস্ট্রেলিয়ায় একটি নদীতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু

সংবাদটি প্রকাশিত হয়েছে : রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১:৫৪:০৫ অপরাহ্ণ

পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি নদীতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পার্থের সোয়ান নদীতে এ ঘটনা ঘটে।

১৯২৩ সালের জানুয়ারিতে একই ধরনের ঘটনায় ওই নদীতে ১৩ বছরের এক বালকের মৃত্যু হয়। গতকালের ঘটনাকে ১০০ বছরে প্রথম মারাত্মক হাঙর আক্রমণ বলে মনে করা হচ্ছে।

মৎস্য বিশেষজ্ঞরা জানান, নদীর ওই অংশে হাঙরের দেখা পাওয়া অস্বাভাবিক। ঘটনার পরপরই জনগণকে ‘অতিরিক্ত সতর্কতা’ মেনে চলার আহ্বান জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সমুদ্র সৈকতও এড়িয়ে চলতে বলা হয়।

পার্থ থেকে আসা ওই কিশোরী নদীতে জেট স্কিতে ভ্রমণ করছিলেন। সঙ্গে ছিল এক বন্ধু। পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের কর্মকর্তা পল রবিনসন বলেছেন, মেয়েটি সম্ভবত কাছাকাছি ডলফিন দেখে তাদের সঙ্গে সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দিয়েছিল।

অস্ট্রেলিয়ায় প্রতি বছর গড়ে ২০টি হাঙরের আক্রমণ ঘটনা শোনা যায়। যার বেশিরভাগই ঘটে নিউ সাউথ ওয়েলস ও পশ্চিম অস্ট্রেলিয়ায়। ২০২১ সালে মারাত্মক দুটি হামলা রেকর্ড করা হয়, ২০২০ সালে ছিল সাতটি।

দেশটিতে হাঙরের কামড়ে মৃত্যু সাধারণ কোনো ঘটনা নয়। এক শতাব্দী ধরে রাখা রেকর্ডে দেখা যায়, অস্ট্রেলিয়ার হাঙরের আক্রমণে মৃত্যুর হার দশমিক ৯ শতাংশ, অর্থাৎ বছর একজনেরও কম।

সূত্র : বিবিসি

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us