ঢাকা:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর ফিরে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিজি ০৮৪ নম্বর ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
টেকনিক্যাল সমস্যার কারণে পাইলট এক ঘণ্টা ৫ মিনিট আকাশে ওড়ার পর ফের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন। সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, এটা জরুরি অবতরণ নয়। আকাশে ওড়ার পর পাইলট হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা পেয়েছেন। তাই প্লেন ফিরিয়ে এনেছেন। স্বাভাবিকভাবেই ফ্লাইটটি অবতরণ করেছে। তাই কোনো হতাহত নেই।
তিনি আরও জানান, অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুর পাঠানো হবে।
Facebook Comments