শিরোনাম

আঙ্কারা যদি দু’টি ইউরোপীয় দেশের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিরোধিতা করে তাহলে তুরস্কের এফ-১৬ জঙ্গিবিমানগুলোর আধুনিকায়নের বিল আটকে দেবে কংগ্রেস

সংবাদটি প্রকাশিত হয়েছে : শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩ ২:১৫:২৩ অপরাহ্ণ

তুরস্ক নিজেদের এফ-১৬ যুদ্ধবিমানগুলোর আধুনিকায়ন চাইলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিরোধিতা থেকে আঙ্কারাকে সরে যেতে হবে। পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে তুরস্ক যখন ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে তখন মার্কিন সিনেটররা আঙ্কারার প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

আমেরিকার বড় দুই দলের সিনেটররা বৃহস্পতিবার অভিন্ন অবস্থান গ্রহণ করে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন যেন তার তুর্কি সমকক্ষ রিসেপ তাইয়্যেব এরদোয়ানকে একথা স্পষ্ট করে জানিয়ে দেন যে, আঙ্কারা যদি দু’টি ইউরোপীয় দেশের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিরোধিতা করে তাহলে তুরস্কের এফ-১৬ জঙ্গিবিমানগুলোর আধুনিকায়নের বিল আটকে দেবে কংগ্রেস।

এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, তিনি ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির অনুরোধের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। কিন্তু পবিত্র কুরআন অবমাননার কারণে সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন।
বৃহস্পতিবার সিনেটের ন্যাটো পর্যবেক্ষক গ্রুপের কো-চেয়ারম্যান সিনেটর জিনি শাহিন ও সিনেটর থম টিলিস ২৫ জন মার্কিন সিনেটরের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাইডেনের কাছে একটি চিঠি পাঠান।

ওই চিঠিতে বলা হয়েছে, তুরস্ক যদি দু’টি দেশের ন্যাটোতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে তাহলে এফ-১৬ যুদ্ধবিমানসহ অন্যান্য ক্ষেত্রে তুরস্ক কংগ্রেসের সমর্থন পাবে না। তুরস্ককে হয় এখনই ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি অনুমোদন করতে হবে অথবা সেজন্য একটি সময়সীমা মেনে নিতে হবে। সিনেটরদের চিঠিতে তাদের ভাষায় বলা হয়েছে, রাশিয়া যখন বিনা উস্কানিতে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তখন ন্যাটোর সম্প্রসারণ অতি জরুরি যা আঙ্কারাকে উপলব্ধি করতে হবে।

সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডের উগ্র ডান-পন্থি রাজনীতিবিদরা গত সপ্তাহে নিজ নিজ দেশে পবিত্র কোরআনের কপিতে আগুন দিয়েছে। সারাবিশ্বের মুসলিম দেশগুলোর নাগরিকরা ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

তুরস্ক ও হাঙ্গেরি ৩০ সদস্যবিশিষ্ট মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি এখন অনুমোদন করেনি। আইন অনুযায়ী, ন্যাটোতে নতুন সদস্য নিতে হলে সবগুলো সদস্যদেশের অনুমতি নিতে হয়।

সূত্র: সিএনএন, ডিফেন্স নিউজ

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

সাম্প্রতিক খবর

Contact Us