পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
মেষ:
সামাজিক সম্মান বাড়বে। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। পেশাগত দিক ভালো যাবে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে।
বৃষ:
পূর্বের তুলনায় মানসিক চাপ কমবে। অর্থের ঘর শুভ। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণ শুভ।
মিথুন:
ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। কাজে অনিচ্ছা ও অলসতা দেখা দেবে। কোনো কারণে মানসিক প্রশান্তি নষ্ট হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করুন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
কর্কট:
কোনো শুভ সংবাদ পেতে পারেন। শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। অহেতুক বিতর্কে জড়াবেন না। শরীর ভালো রাখুন।
সিংহ:
বেকারদের কাজের সুযোগ আসতে পারে। কোনো পরিকল্পনায় আশাহত হতে পারেন। মন ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। সাহস ও নৈতিকতার দ্বারা অবস্থার পরিবর্তন আনুন। শরীর ভালো রাখুন।
কন্যা:
ইচ্ছানুসারে কাজের সুযোগ আসতে পারে। কোনো পরিকল্পনায় আশাহত হতে পারেন। বন্ধুর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।
তুলা:
জমিজমায় বিনিয়োগ লাভদায়ক হবে। শরীর ও মনের ওপর চাপ পড়তে পারে। পরিবার-পরিজনের কল্যাণচিন্তায় উদ্বেগ থাকবে। একঘেয়েমি ও কাজে স্থবিরতা পরিহার করুন। সুস্থ থাকুন।
বৃশ্চিক:
কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে। কোনো যোগাযোগে আর্থিক উন্নতির সম্ভাবনা। আপনার কাজে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনকে আনন্দে রাখুন।
ধনু:
কোনো সংবাদে উৎসাহিত হবেন। ব্যাবসায়িক কাজে আশানুরূপ অগ্রগতি। গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। অর্থের ঘর শুভ। অকারণে ঝামেলায় জড়াবেন না। অস্থির বা ধৈর্যহীন হবেন না।
মকর:
আপনার ভাবনা অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে। আর্থিক সাহায্য মেলার আশ্বাস। প্রত্যাশা পূরণে বাধা-বিপত্তি দূর হবে। পাওনা আদায়ে অগ্রগতি। অন্যের প্রতি সদাচরণ করুন।
কুম্ভ:
কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। পাওনা আদায়ে বিলম্ব। কারো প্রতি মন বিক্ষুব্ধ থাকতে পারে। বিরোধ এড়িয়ে চলুন। প্রিয়জনকে সময় দিন।
মীন:
আয় ও আর্থিক ক্ষেত্র অনুকূলে থাকবে। সামাজিক যোগাযোগ বাড়বে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। অসুস্থদের সতর্ক থাকতে হবে।
Facebook Comments