-মোঃসাইদুজ্জামানমজনু
ভাবতে আমার অবাক লাগে
আখ কেন মিস্টি?
নিম গাছটা তেতো আবার
একি! আজব সৃষ্টি।
কলা খেতে ভীষণ মজা
গাছটা জলে ভরা।
তরমুজটা মাঠেই ফলে
যখন নামে খরা।
নানান স্বাদের মিস্টি আম
ধরে থাকে গাছে।
একই সাথে পাশের গাছে
কাঁঠাল ঝুলে আছে।
ডালিম আঙ্গুর বেল সুপারি
খেজুর তাল লিচু।
আকাশ ছোঁয়া নারকেল গাছে
জল মেলে কিছু।
ধান গমের গাছ গুলো সব
দেখতে একই প্রায়।
লাউ কুমড়ো বাঙ্গি শিম
ভিন্ন স্বাদের হয়।
আজব সৃষ্টির অবাক কথা
ভাব একটু বসে।
মহান প্রভুর অসীম দয়া
একই মাটির রসে।
Facebook Comments