শিরোনাম

আট দলের বিপিএলের দেখা মিলবে এবার

সংবাদটি প্রকাশিত হয়েছে : সোমবার, আগস্ট ৫, ২০১৯ ৩:২৩:২০ পূর্বাহ্ণ

বিপিএলে দল বাড়ছে এবার। ফাইল ছবি


বিপিএলের সপ্তম আসর হবে আটটি দল নিয়ে। আগামী আসর শুরু হওয়ার কথা ৬ ডিসেম্বর।

আগামী ৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের সপ্তম আসরটি এবার আট দল নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিপিএলে পরিচালনা কমিটি। সেই লক্ষ্যে কিছু নতুনত্ব আনতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

গত মৌসুমের বিপিএলের শিরোপা লড়াইয়ে ছিল সাতটি দল। ইতিমধ্যে আগামী আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস। তাদের সরে দাঁড়ানোয় নতুন দুটি দল খুঁজতে দরপত্র আহ্বান করেছে বিসিবি। এ ছাড়া চুক্তি অনুযায়ী ছয়টি আসর শেষ হয়ে যাওয়ায় আগামী আসরের আগেই বিসিবির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। যা হবে আগামী চার বছরের জন্য। ফলে ক্রিকেটার থেকে শুরু করে দল সবকিছু নতুন চুক্তি অনুযায়ী হবে। আজ বিপিএল সম্পর্কিত সভা শেষে বিষয়টি জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য মাহবুব আনাম।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। ২০১৩ সালে রংপুর রাইডার্স যুক্ত হলে দলের সংখ্যা দাঁড়ায় সাতটি। পরের আসরে খুলনা অংশগ্রহণ না করলেও সেবারই যুক্ত হয় নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০১৬ সালে চতুর্থ আসরে খুলনা টাইটানস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি হয়ে ফিরে আসে খুলনার দল। সেই আসরে আবার অংশগ্রহণ করেনি সিলেটের কোনো দল।

২০১৭ সালে সিলেট সিক্সার্স ফিরলেও বাদ যায় বরিশালের ফ্র্যাঞ্চাইজি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ আসরেও বরিশাল থেকে কোনো দল ছিল না।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us