চতুর্থ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামীকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে।
সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী দাবা খেলোয়াড়দের আজ বুধবারের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম জমা দিতে বলা হয়েছে। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের নগদ দেড় লাখ টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে।
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশন এটি আয়োজন করছে। গতকাল দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে এক প্রেস-ব্রিফিংয়ে প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস অ্যান্ড স্পোর্টিস ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি কে এম শহিদউল্যা, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক ও প্রতিযোগিতার প্রধান বিচারক মো. হারুন অর রশিদ। খবর বিজ্ঞপ্তির।
Facebook Comments