শিরোনাম

আবারো বাইরে ইমরুল, কিন্তু কেন?

সংবাদটি প্রকাশিত হয়েছে : শনিবার, আগস্ট ৩১, ২০১৯ ৫:১৩:৩৫ পূর্বাহ্ণ

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন দেশসেরা স্পিডস্টার তাসকিন আহমেদ। তবে আবারো ব্রাত্য ওপেনার ইমরুল কায়েস।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। এ নিয়ে প্রথমবারের মতো দীর্ঘ পরিসরের ক্রিকেটে আফগানদের মোকাবেলা করবে টাইগাররা। লম্বা বিরতির পর টেস্ট খেলতে যাচ্ছেন সাকিবরা।

এ টেস্টে বিশ্রাম দেয়া হয়েছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। তা সত্ত্বেও কেন স্কোয়াডে নেই ইমরুল, এটিই এখন কোটি টাকার প্রশ্ন।

জবাবও দিয়েছে বিসিবি। সেটির কারণও ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, আসলে সে দলে থাকার মতো অবস্থায় নেই। মূলত সন্তানের অসুস্থতার কারণে স্কোয়াডে জায়গা হয়নি তার। যে কারণে চলমান ক্যাম্পেও ছিল না ও।

প্রাথমিক স্কোয়াডে ছিলেন না ইমরুল। তবুও নির্বাচকদের বিবেচনায় ছিলেন তিনি। কিন্তু কেন বাদ দেয়া হলো তাকে? মিনহাজুল আবেদিন বলেন, কায়েসকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। তাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছিলাম। তবে দুর্ভাগ্যজনক, তার ছেলে অসুস্থ। সে হাসপাতালে আছে, ডেঙ্গু হয়েছে। এ কারণে ক্যাম্পেও নেই ইমরুল। অনুশীলনেও নেই ও। আশা করছি, দ্রুতই খেলায় ফিরবে বাঁহাতি ব্যাটার।

তামিম নেই, তবে স্কোয়াডে যথেষ্ট ব্যাক আপ খেলোয়াড় আছে বলে মনে করেন নান্নু। তিনি বলেন, ইমরুলকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছিলাম। কারণ, তামিম নেই। তবে আমাদের ব্যাক আপ খেলোয়াড় আছে। লিটন, সৌম্য ওরা আছে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us