ওয়ান ইলেভেনের পর আমি দেখেছি। কে আপনারা কি। এই কোম্পানীগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সবাইকে দেখেছি। আমি কারো কাছে মাথা নত করব না। কারো রক্তচক্ষুকে আমি ভয় করি না। ওপরে আল্লাহ আর নিচে আমার নেত্রী শেখ হাসিনা। এ দুটির বাইরে আমি নেই।কে কত বড় নেতা, সবাইকে আমি চিনি।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৭ই মার্চ উপলক্ষে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে এক আলোচনাসভায় বক্তৃতাকালে কাদের মির্জা এসব কথা বলেন।
আমি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জাতীয় এবং আর্ন্তজাতিকভাবে বাংলা ভাষাভাষির কাছে আমার একটা ভাবমূর্তি গড়ে উঠেছে। এটা আপনারা সহ্য করতে পারছেন না। আমি বলেছি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন কোম্পানীগঞ্জে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এ জন্য ষড়যন্ত্র করছেন। এ সময় তিনি জনগণের পক্ষ নিয়েছেন বলে দাবি করেন।
তিনি আরো বলেন, এই ৪৭ বছরের রাজনীতিতে যাদেরকে পুনর্বাসিত করেছি আজকে তারাই আমার বিরুদ্ধে। কেন আমি মাদকের বিরুদ্ধে বলেছি।
Facebook Comments