দীর্ঘদিন ধরে ম্যাংগো জুস ও অরেঞ্জ জুস তৈরি করে আসছিল প্রাইম ন্যাচারাল ফুড নামে একটি প্রতিষ্ঠান।
নিয়ম অনুযায়ী, জুসের অন্তত ৮০ ভাগই হবে নির্দিষ্ট ফলের পাল্প। তবে নারায়ণগঞ্জের ফতুল্লার এই প্রতিষ্ঠানটি সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা রকম রাসায়নিক ও কৃত্রিম রঙ মিশিয়ে তৈরি করছিল জুস।
আমের জুসে নেই এক চিমটি আম, কমলার জুসে নেই কমলার ছিটেফোঁটা। বুধবার অভিযানে গিয়ে এমন চিত্র দেখতে পান র্যাবের ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সমকালকে বলেন, প্রতিষ্ঠানটির জুসে ক্ষতিকর রাসায়নিক ছাড়া আর কিছুই নেই। জুস ছাড়াও তারা ক্ষতিকর সবুজ রঙ দিয়ে মটরভাজা এবং মানহীন পটেটো চিপস ও চানাচুর তৈরি করে।
তিনি জানান, একই এলাকার ইয়ুথ ল্যাবরেটরিজ নামের একটি ওষুধ কারখানায় অভিযান চালানো হয়। তারা ৩৬ ধরনের ইউনানি ওষুধ তৈরি করে। অথচ এই প্রতিষ্ঠানে ওষুধের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই ছিল না। এ অপরাধে তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়।
Facebook Comments