নোয়াখালীর চাটখিলে নারিকেলের গুড়া ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে জাহিদুল ইসলাম ওরফে আল আমিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত জাহিদুল ইসলাম উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাংবাড়ির হান্নান হোসেন ওরফে হানিফের ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুকবুল আহাম্মেদ চেরাংবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আল আমিনের মা জেসিমন আক্তার ইঁদুর মারার কীটনাশক, চালের গুড়া, নারিকেলের সঙ্গে মিশিয়ে ইঁদুর মারার জন্য বসতঘরের ভেতর গ্যাসের চুলার পাশে রাখেন। এর পর তিনি সুপারিগাছে খোলা আনতে ঘরের বাইরে যান। পরে আল আমিন দিনের কাজ শেষে ঘরে ঢুকে। একপর্যায়ে চালের গুড়া ও নারিকেলের খাবার মনে করে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ওসি ইমদাদুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।