শিরোনাম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সংবাদটি প্রকাশিত হয়েছে : সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১২:৫৫:০৫ অপরাহ্ণ

যুদ্ধ বা বিশেষ সেনা অভিযান চালালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের মার্চ মাসে পুতিন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করেছেন, ইসলায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

বেনেতের দাবি, কৌশলে জেলেনস্কিকে হত্যা না করার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন তিনি। পুতিনের সেই প্রতিশ্রুতির কথাও নাকি জেলেনস্কিকে জানিয়েছিলেন ইসরায়েলের সাবেক এই প্রধামন্ত্রী।

বেনেতের দাবি, তার মস্কো সফরের সময় পুুতিন এই প্রতিশ্রুতি দেন।
নাফতালি বেনেত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পুতিনের কাছে তিনি জেলেনস্কিকে হত্যা করা হবে কিনা সেই প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, জবাবে পুতিন জানিয়েছিলেন, তার জেলেনস্কিকে হত্যা করার কোনো ইচ্ছে নেই।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
যুদ্ধের প্রভাবে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি আয়ে ধস
Spread the love
Facebook Comments

Contact Us