এক সপ্তাহ ধরে ব্যাপক সহিংসতার পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৫ মার্চ) মস্কোর স্থানীয় সময় সকাল দশটার দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের শান্তি ও নিরাপত্তার জন্য এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ভোর ছয়টার দিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এর নিন্দা করতে থাকে। সর্বশেষ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত শহর মারিউপুলের মেয়র ভাদিম বৈচেঙ্কো বলেছিলেন, রাশিয়ার চলমান অবরোধ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে এবং তাদের সেনারা ‘একরোখা ও বেপরোয়া’ হয়ে উঠছে।
Facebook Comments