কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ছেলের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একরামুল হক (৪০) ও তার পুত্র মাসুদ রানা (৯)।
রবিবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একরামুলের মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে নিহত হয় মাসুদ রানা।
সকালে ছেলেকে নিয়ে বাইসাইকেলে ঈদের মার্কেট করার জন্য ফুলবাড়ীর উদ্দেশে রওনা দেন একরামুল। উপজেলার চাঁদেরহাট নামক স্থানে পৌঁছলে সাইকেলের পেছনে ইটবোঝাই একটি ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। একরামুলকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাশিপুর ইফনিয়নের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পিতা-পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত ব্যস্থা নেওয়া হবে।