মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে দূর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় স্বীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রাণী শীল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অশোক কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মহসিন মিঞা লিটন, সহ-সভাপতি অধ্যাপক সাহারা আখতার শেলি, জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আঃ হাকিম সন্যামত, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম প্রমূখ।
সভায় দূর্নীতি প্রতিরোধে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। দূর্নীতি দমন কমিশননের উদ্যোগে উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রভাষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।