উজিরপুর প্রতিনিধিঃ ইউপি সদস্যর বিরুদ্ধে দরিদ্র পরিবারের নামে বরদ্ধকৃত ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়শ্রী গ্রামের। মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখওয়াত হোসেন বলেন, সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল ভূক্তভোগী নারীকে না দিয়ে ইউপি সদস্য আত্মসাৎ করেছেন বলে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ বাচ্চু সরদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় রয়েছেন জানিয়ে বলেন, ভিজিডি কার্ডের চাল আত্মসাতের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। কারা চাল উত্তোলন করে আত্মসাৎ করেছে সে বিষয়ে আমার জানা নেই। শিকারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়শ্রী গ্রামের বাসিন্দা নাসির হাওলাদারের স্ত্রী উম্মে কুলসুম আক্তার পপি অভিযোগ করে বলেন, বিগত এক বছর পূর্বে ইউপি সদস্য মোঃ বাচ্চু সরদার তাকে ভিজিডি কার্ডসহ সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়েছেন।
এর কিছুদিন পর ইউপি সদস্য বাচ্চু সরদার তাকে বলেন, তোমার নাম দেয়া হয়েছিলো কিন্তু বাদ পরেছে। এরপর বিভিন্নভাবে খোঁজ নিয়ে তিনি (উম্মে কুলসুম পপি) জানতে পারেন, তার নামে শিকারপুর ইউনিয়নে দুইবছর মেয়াদী একটি ভিজিডি কার্ড বরাদ্ধ হয়েছে (যার নং-৪১)। ওই কার্ডের বিপরীতে বিগত একবছর ধরে প্রতি মাসে ৩০ কেজি করে সরকারি বরাদ্দের চাল উত্তোলন করা হয়।
বিষয়টি নিয়ে পুর্নরায় ইউপি সদস্যর কাছে গিয়ে তিনি (পপি) তার নামের ভিজিডি কার্ডটি চাইলে উল্টো তাকে অশ্লীলভাষায় গালিগালাজ করেন ইউপি সদস্য বাচ্চু সরদার। উম্মে কুলসুম পপির অভিযোগ তার নামের ভিজিডি কার্ডের চাল উত্তেলোন করে ইউপি সদস্য বাচ্চু সরদার নিজেই আত্মসাৎ করেছেন।