বরিশালের উজিরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত দুই যুবককের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা ও থানার সুত্রে জানা যায় ১৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এস আই মেহেদী হাসান মিলনের নেতৃত্বে এ এসআই মহিউদ্দিন,হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স মিলে অভিযান চালিয়ে উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আলম মার্কেটের সামনে থেকে বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের মৃত মোস্তফা গাজীর ছেলে মেহেদী হাসান গাজী(২৫) ও মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (৩০) কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি মোঃ জাফর আহম্মেদ জানান মাদক মামলায় গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুরো উপজেলায় অভিযান অব্যাহত থাকবে।