উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে ঘের নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গভীর রাতের তাণ্ডব চালিয়ে ছয়টি পানির সেচ পাম্প, ট্রলারে সংযোগ, মুরগির খামারের পানির সংযোগ বিছিন্ন,কয়েক হাজার মিটার প্লাস্টিকের পাইপ ও ঘরবাড়ি ভাংচুর সহ কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জনকে আসামি করে উজিরপুর মডেল থানা মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ জানান, ১৭ মার্চ গভীর রাতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় মোঃ আসাদ হাওলাদের এক নম্বর ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারকে দুই নম্বর আসামি করে মোট ১২ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।
মৎস্য ঘের ও মুরগি খামার মালিক ও ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার বাদী হয়ে ১৮ মার্চ উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আসাদ হাওলাদার ও তার ভাই বিএনপি নেতা ইলিয়াস ও কিবরিয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ১৭ মার্চ রাত ৩ টার দিকে রুবেল বালি, ইদ্রিস হাওলাদার ও মাহফুজ বালীর মাছ ও মুরগির প্রজেক্টে তান্ডব চালিয়ে ছয়টি সেচ পাম্প ও একটি ইঞ্জিন চালিত ট্রলার , পাইপ, টিউবওয়েল সহ প্রায় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ সময় ভাড়াটি সন্ত্রাসীরা মাইক্রবাস যোগে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে পুলিশে সোপর্দ করে । ঘের মালিক রুবেল বালির মুরগির খামার ও মৎস ঘের হইতে পশ্চিম সাতলা মৌজা হইতে পাকা রাস্তা পর্যন্ত স্থানীয় জনগণ ও খামার মালিকদের মুরগি ও মাছের খাদ্য আনার জন্য ব্যক্তি উদ্যোগে রাস্তা তৈরির কাজ শুরু হয় গত এক মাস যাবত এতে ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলাদার বাধা প্রদান করেন ।
এরই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ গভীর রাতে আসাদ , ইলিয়াস , কিবরিয়া, রাসেল, জুয়েল, সোহেল, মশিউর বালী, রায়হান, শামীম সহ ৪০-৫০ জনের সশস্ত্র একদল সন্ত্রাসী ট্রলার যোগে প্রজেক্টে ঢুকে খামারের গুদাম লুট করে মাছ ও মুরগির খাবার নিয়ে যায়। শেচ পাম্পের পাইপ কুপিয়ে খন্ড বিখন্ড করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।
মামলার বিষয়ে সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার জানান, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা আদালতের মাধ্যমে ১৯ মার্চ সবাই জামিন নিয়েছি।