স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার ৯ এপ্রিল বেলা সাড়ে ৯ টায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী ৯ নং ওয়ার্ডের মোঃ স্বপন হাওলাদারের ২ বছরের শিশু মোঃ ইসমাইল বাড়ির উঠানে খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়।
পরিবারের লোকজন শিশু ইসমাইলকে খোজাখুজি করে না পেয়ে পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তৎক্ষনাৎ উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন ২ বছরের শিশুর মৃত খুবই বেদনাটা। আইনাহত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
২ বছরের ফুটফুটে শিশু ইসমাঈলের মৃত্যুতে পুরো এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।