মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১০ জুলাই বুধবার বেলা ১১.৩০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ভরসা কাঠি গ্রামের ৪ নং ওয়ার্ডের সোহাগ ফরাজী এর পুত্র মোঃ শাহাদাত ফরাজী ( ৮) তার মা কাজল বেগমের সাথে ওষুধ কেনার জন্য জয়শ্রী বাসস্ট্যান্ড আসেন। এ সময় মায়ের হাত থেকে ছুটে গিয়ে শিশু শাহাদাত রাস্তা পার হওয়ার জন্য দৌর দিলে একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। যার নম্বর ঢাকা মেট্রো ১২-০১-৩৮। শিশু শাহাদাত রাস্তার উপর ছিটকে পড়লে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঘাতক ট্রাক চালক ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়। শিশু শাহাদাতের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বইছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান দুর্ঘটনার কারনে একটি ট্রাক আটক করে গৌরনদী হাইওয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Like this:
Like Loading...