মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা করেছেন।
চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মো. জালাল উদ্দিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি উত্তম কুমার শর্মা, অন্যজন লন্ডন প্রাবাসী মোহাম্মদ মোস্তফা।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মদ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম, মীরসরাই সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অন্যজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা, অপরজন মীরসরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম মোমিনুল ইসলাম টিপুর সহ-ধর্মিণী ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম কলি মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন বলেন, মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৭ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্তা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।
Like this:
Like Loading...