রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে আটক করেছে।
আজ ৭ এপ্রিল নেত্রকোনা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা রফিকুল ইসলাম মাদানী কে আটক করেন।
২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেএবংমোদিবিরোধী মিছিল থেকে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছিল।
গতকাল রফিকুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে রাষ্ট্রদ্রোহী ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন।
তিনি মামুনুল হকের নারী সংক্রান্ত ঘটনাকে সরকারের চক্রান্ত বলে আখ্যায়িত করেন। বর্তমানে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য কাছে হেফাজতে আছেন।
Facebook Comments