নরসিংদীর রায়পুরায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সুকুমার বিশ্বাস (৪০) নামে এক রাজমিস্ত্রি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সুকুমার বিশ্বাস ওই এলাকার মৃত প্রমোদ বিশ্বাসের ছেলে।
মৃতের স্ত্রী চন্দনা রানী বিশ্বাস বলেন, তার স্বামী আগে রাজমিস্ত্রির কাজ করতেন। পরে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য এনজিও থেকে টাকা লোন করেন। পরে এ টাকা পরিশোধ করার জন্য আরেকটি এনজিও থেকে লোন তুলেন। এভাবে তিনি ৪ বছরে মোট ১১টি এনজিও থেকে প্রায় ৪ লাখ টাকা লোন করে ফেলেন। এসব টাকা পরিশোধ না করতে পেরে তিনি কষ্টে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম ও রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা মীর মাহবুব চৌধুরী। পরে স্থানীয়দের সহায়তায় সুকুমার বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।