চলো মিথ্যার বেড়াজাল ভেঙে, ছিনিয়ে আনি একটি স্বাধীন ভূমি।
স্লোগানে স্লোগানে সমাগম হলো, লোক থেকে লোকান্তরি।
বিজয় তুমিতো নয়, শুধুই জয়।
বিজয় তুমি হলে, জয়েরই শ্রেষ্ঠ জয়।
এ ভেবেই মোরা বিজয়ের কথা, ভাবতাম বারে বার।
জানি একদিন ঘুঁচবে আঁধার, হবে সত্যেরও জয়গান।
মুক্ত করবো বাংলার মাটি, মুক্ত করবো বাকে’র।
করেছিও স্বাধীন এবার একটি, মাতৃভূমি মায়ের।
তবে দীর্ঘ দিন ছিলো থেমে, মিথ্যার নামে সত্যের প্রচার বানী।
মাঝে মাঝে আবার আভাস আসে, মিথ্যার হাতছানি।
পূরান গন্ধ ফিরে এসেছে, ভাসছে লোনা পানি।
লুটে নিচ্ছে সম্মান আর বাক স্বাধীনতার তরী।
বিজয় তোমায় ছাড়বোনা আমি, ছাড়বোনা কোন মতে।
চির সবুজের মাঝে মিশে আছে, মোদের রক্তিম আভা ভাসে।
শপথ করেছি সত্যের মোরা,
শপথ করেছি বিজয়ের।
ছাড়বোনা বিজয় রাখবো ধরে,
পূর্ব পুরুষেরই পরিচয়।
Facebook Comments