নাটোরে বিশেষ অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২’র একটি আভিযানিক দল। এসময় এক কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা।
র্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ বলেন, মেজর মোহাম্মদ আনিসুজ্জামান অর্ডন্যান্সের নেতৃত্বে র্যাব-১২’র আভিযানিক দল গোপন সাংবাদের ভিত্তিতে সদর থানাধীন ০৮নং ওয়ার্ড ঈদগাহ মাঠের সামনে একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি মুন্না ও শাহাদাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন নাটোর পৌরসভার উত্তর বড়গাছার নজরুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন মুন্না ও দক্ষিণ বড়গাছা এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে শাহাদাত আলী। ভোরে পৌরসভার ৮নং ওয়ার্ডের ঈদগাহ মাঠের সামনে একটি বাসা থেকে হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই মাদক কারবারি মুন্না ও শাহাদাত দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments