আপনার একটি রিপোর্ট /সংবাদ পাল্টে দিতে পারে দেশ ও সমাজের অনেক কিছু। চাইলে আপনিও হতে পারেন একজন গর্বিত সমাজের দর্পণ। সেজন্যে দরকার অনুসন্ধানী মন, অদম্য ইচ্ছাশক্তি, হুমকি ও প্রলোভন কে উপেক্ষা করার মত মানসিক দৃঢ়তা ও সমাজকে বদলে দেয়ার মতো মানসিকতা।
আপনার চারপাশে ঘটে যাওয়া সামাজিক অন্যায় -অনিয়ম ,অসঙ্গতি ,দুর্নীতি, জনদুর্ভোগ ও সমাজ বিরোধী কর্মকান্ড আমাদের কাছে রিপোর্ট / সংবাদ আকারে পাঠান। আমরা আপনার মূল্যবান সংবাদটি আমাদের পত্রিকা প্রকাশ করে সমাজের ও দেশের সবার কাছে তুলে ধরব সঠিক সমাধানের জন্য। প্রসঙ্গত, সবসময় চেষ্টা করবেন আমাদেরকে স্পষ্ট ছবি (মিনিমাম ১২০০পিক্সেল বাই ৬৭৫ পিক্সেল) ও বাংলা ফন্টে লেখা পাঠাতে। আপনার মূল্যবান সংবাদটি পাঠান আমাদের ইমেইল এড্রেসে। আমাদের ইমেইল: sonarbangla365bd@gmail.com আমাদের সংবাদপত্রের ওয়েবসাইট: sonarbangla365.com