২০১৮-১৯ অর্থবর্ষের জন্য ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) আবারো শীর্ষ করদাতা হিসাবে নির্বাচিত হয়েছে।
আগামী ১৩ নভেম্বর রাজধানীর এক হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিনিধির হাতে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হবে।
এ সময় সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে কর দেওয়া জাতীয়ভাবে ব্যক্তি পর্যায়ে ৭৪ ব্যক্তি ও কম্পানি পর্যায়ে ৫৭ প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট প্রদান করা হবে। এ ছাড়া এলাকা ভিত্তিক উল্লেখযোগ্য আরো কিছু ব্যক্তিকে একই সম্মাননা দেওয়া হবে।
প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইডব্লিউএমজিএল টানা তিন বছরের পর এবারেও সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের মালিকানাধীন ছয়টি গণমাধ্যম হলো- কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি পত্রিকা ডেইলি সান, অনলাইন পত্রিকা বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন এবং রেডিও ক্যাপিটাল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবার এর আগে কর বাহাদুর পরিবার হিসাবেও নির্বাচিত হন।
এনবিআর থেকে যাচাই বাছাই করে ট্যাক্স কার্ড প্রাপ্তদের নামের নামের তালিকা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থমন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নামের তালিকা প্রকাশ করা হয়। এ প্রজ্ঞাপনে জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। কম্পানি পর্যায়ে ১৪টি এবং অন্যান্য পর্যায়ে ৪টি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেওয়া হয়।
ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ড প্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবে। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।
ট্যাক্স কার্ডের জন্য নির্বাচিতরা
সিনিয়র সিটিজেন : ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, আলী হোসাইন আকবর আলী, অনিতা চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান।
গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা : লে. জেনারেল আবুল সালেহ মো. নাসিম (অব.), এস এম আবদুল ওয়াহাব, আল মামুন। প্রতিবন্ধী : সুকর্ণ ঘোষ, আকরাম মাহমুদ, ডা. মামুনুর রশিদ। মহিলা : রুবাইয়াত ফারজানা হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন, রত্না পাত্র, মাহমুদা আলী শিকদার।
তরুণ : গাজী গোলাম মর্তূজা, মো. মেহেদী হাসান, মো. জুলফিকার হোসেন মাসুদ রানা, আবু রায়হান রুবেল। ব্যবসায়ী : মো. কাউছ মিঞা, আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন, কামরুল আশরাফ খান, মো. কামাল, আসলাম সেরনিয়াবাত।
বেতনভোগী : মো. ইউসুফ, খাজা তাজমহল, এমএ হায়দার হোসেন, আব্দুল মুক্তাদির, ফরিদুর রেজা। চিকিত্সক : অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. এনএএম মোমেনুজ্জামান, নার্গিস ফাতেমা, শামসুল আরেফিন।
সাংবাদিক : মো. আবদুল খালেক, মাহফুজ আনাম, শাইখ সিরাজ, মতিউর রহমান, মনজুরুল আহসান বুলবুল। আইনজীবী : শেখ ফজলে নুর তাপস, মাহবুবে আলম, আমিন উদ্দিন, রফিক উল হক, নিহাদ কবীর।
প্রকৌশলী : রেজাউল করিম, শাহ মো. হান্নান, এস এম আবু সুফিয়ান। স্থপতি : ফয়েজ উল্লাহ, রফিক আজম, গোলাম আজম সিজার। অ্যাকাউন্টেট : মোক্তার হোসেন, মনজুরুল আলম, মো. ফারুক।
নতুন করদাতা : মতিউর রহমান, জমিলা বেগম, মিরাজুল ইসলাম, হোসনে নুজহাত, নারগিছ আকতার, মো. রেজুয়ান কবীর, সেনিয়া সারহা পিংকি। খেলোয়ার : সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা। অভিনেতা-অভিনেত্রী : আনিসুল ইসলাম হিরু, ফরিদা আকতার ববিতা, সাকিব খান রানা। শিল্পী : তাহসান রহমান খান, মমতাজ বেগম, এস ডি রুবেল। অন্যান্য : শওকত আলী, আকতার মতিন, নজরুল ইসলাম মজুমদার।
প্রতিষ্ঠান পর্যায়ে
ব্যাংকিং খাত : ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লি., ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, পুবালী ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক।
অব্যাংকিং আর্থিকখাত : আইডিএলসি ফাইন্যান্স লি., ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লি. এবং ইনফ্র্যাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি।
টেলিযোগাযোখাত : গ্রামীণফোন। প্রকৌশল : বিএসআরএম স্টিলস লি., খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড। খাদ্য ও আনুষঙ্গিক : নেসলে বাংলাদেশ লি., অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি., স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। জ্বালানিখাত : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লি., মেঘনা পেট্রোলিয়াম লি, গ্যাস ট্রান্সমিশন কম্পানি লি।
পাটশিল্প : জনতা জুট মিলস লি., সুপার জুট মিলস লি., আকিজ জুট মিলস লি.। স্পিনিং এবং টেক্সটাইল : কোটস বাংলাদেশ লি., এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লি, বাদশা টেক্সাটাইল লি, এসিএস টেক্সটাইলস লি., এনভয় টেক্সটাইল লি., ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লি, নোমান টেরিটাওয়াল মিলস লি। ওষুধ ও রসায়ন : ইউনিলিভার বাংলাদেশ লি., স্কয়ার ফার্মাসিটিক্যালস লি., রেনাটা র্ফা. লি., ইনসেপ্টা র্ফা. লি.।
প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি., ট্রান্সক্রাফট লি., মিডিয়া ওয়ার্ল্ড লি., মিডিয়া স্টার লি.। আবাসন : র্যাগস প্রপার্টিজ লি, ইকুইটি প্রাপার্টি ম্যানেজমেন্ট লি, বে ডেভেলপমেন্টস লি.। চামড়াশিল্প : বাটা শু, অ্যাপেক্স ফুটওয়্যার, এটলাস ফুটওয়্যার লি.।
তৈরি পোশাক শিল্প : ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার, রিফাত গার্মেন্টস লি., জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডা. হামীম ডেনিম লি., দ্যা ইট স্পোর্টস ওয়্যার লি., প্যাসিফিক জিন্স লি., ফোর এইচ ফ্যাশানস লি.।
অন্যান্য. ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আমেরিকান লাইফ ইন্সুরেন্স কম্পানি, সাধারণ বীমা করপোরেশন, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কো. লি.। ফার্ম ক্যাটাগরি : ওয়ালটন প্লাজা, মেসার্স ছালেহ আহম্মদ, মেসার্স এ এস বি এস, মেসার্স এস এন করপোরেশন।
Facebook Comments