মধ্যপ্রাচের দেশ ওমানের সড়কে গাড়ি চাপায় প্রাণ গেলো মিরসরাইয়ের প্রবাসী খাইরুল ইসলাম চৌধুরী (৪৪)।
রবিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১ টায় ওমানে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী খাইরুল ইসলাম উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালীর হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর ছেলে।
নিহত খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী বলেন, রবিবার সকালে বাসা থেকে কাজে যাওয়ার সময় ওমানে গাড়িচাপায় আমার জেঠাতো ভাই ঘটনাস্থলে মারা যায়। তার মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, খাইরুল ইসলাম ৭ বছর আগে জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। এর আগে ১০ বছর কুয়েতে ছিলেন। খাইরুলের স্ত্রী এবং ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল ইসলাম নামে ইউনিয়নের এক বাসিন্দা মারা গেছে। তার মরদেহ দেশে আনার জন্য আমার পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।