স্টাফ রিপোর্টার,কক্সবাজার।।
কক্সবাজারে ছুরিকাঘাতে রিদুয়ান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে শহরতলীর সিটি কলেজ গেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর খুনিদের আটকের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী।
নিহত রিদুয়ান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি চট্টগ্রাম মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা রিদুয়ানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নিকটাত্মীয় শাহজাহান জানান, শহরের রুমালিয়ারছড়া পিটি স্কুল এলাকার ছোটনের নেতৃত্বে গরু হালদা এলাকার আহাদ, রাহাত ও সাকিবসহ ৮-১০ জন মিলে সিটি কলেজ গেটের প্রধান সড়কে রিদুয়ানকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ছুরিকাহত হয়ে রাস্তায় পড়ে থাকা রিদুয়ানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ এখন হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
খবর পেয়ে নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক ছেলের লাশ দেখতে মর্গে ছুটে যান। ছুরিকাঘাত করে তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে, হত্যাকারীদের বিচারের দাবিতে রাতেই নিহতের স্বজন ও বন্ধুরা সিটি কলেজ গেট সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করেছে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, এক কলেজছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে বলে জেনেছি। পুলিশ ফাঁড়ির একটি টিম এরইমধ্যে আসামিদের ধরতে অভিযানে নেমেছে বলেও জানান তিনি।
Facebook Comments