করোনা আক্রান্ত হুইপ স্বপন দম্পতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও তার স্ত্রী মেহবুবা আলম এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম সাখাওয়াত হোসেন।
এ সময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, সাংগঠনিক সম্পাদক গোলাম মতুর্জা মোরশেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Facebook Comments