কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় গভীর রাতে বজ্রপাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার ১ মে রাত সাড়ে তিনটার দিকে ১২ নং চম্পাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেলোয়ার শরীফ বাড়ির পশ্চিম পাশে কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার (রাজা মিয়া)র বাহিরে বেধে রাখা তিনটি গরুই মারা যায়।
দরিদ্র কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, অতিরিক্ত গরমের কারনে রাতে গরুগুলো বাহিরে বেঁধে রেখেছিলাম। রাত সাড়ে তিনটার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা গিয়েছে। রাতে বুঝতে পারিনি, সকালে উঠে আমি দেখতে পেয়েছি। তিনি আরো জানান, এতে আমার আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
চম্পাপুর ইউপির চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল মাস্টার জানায়, খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি স্যারকে জানিয়েছি। পরবর্তীতে তার জন্য কিছু করার দিয়েছেন।
কলাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(দ্বায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জামাল উদ্দিন বলেন, খবরটি শুনে আমার অফিস থেকে লোক পাঠিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।