কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সত্তার ফরাজী(৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার পর কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। মৃত: সত্তার ফারাজী বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছিলেন।
রবিবার রাতে হাসপাতালে গেলে মৃতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন আগে ওই বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়। এছাড়াও তার কিডনিতেও সমস্যা ছিলো। স্থানীয় ফার্মেসিতে ঔষধ খাওয়ানোর পরে রবিবার সকালের দিকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তানজিলা হাসির তৃষা জানায়, ওই বৃদ্ধকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন এবং তার কিডনি ড্যামেজ ছিলো।