কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে
কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিন হলদিবাড়িয়া গ্রামে রবিবার একদল
সন্ত্রাসীরা হামলা চালায় এতে গুরুতর আহত হয় মো: শামসুল আলম হাওলাদার।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে
দীর্ঘ দিন ধরে আমির হোসেনের সাথে মো: শামসুল আলম হাওলাদারের বিরোধ চলে
আসছে গত ৭ নভেম্বর রবিবার আমির হোসেনের নেতৃত্বে মো: নাইম সরদার, মো: আ:
জলিল সরদার, মো:, মজিবর গাজী, তারেক গাজী,মাহমুদুল্লাহ গাজী, জাহাঙ্গীর
গাজী, সিয়াম গাজী,মেহেদী হাওলাদার সহ একদল সন্ত্রাসী নিয়ে বিরোধীয় জমিতে
জোরপূর্বক ঘর তুলতে গেলে তারা বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা এলোপাথারী
মারধর শুরু করেন এবং গলায় দড়ি পেচিয়ে টানা হেচরা করলে তার ডাকচিৎকারে
এলাকাবাসী এসে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে কলাপাড়া হাসপাতালে নিয়ে
আসেন। অভিযোগ পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।
বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত মেহেদী হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন,
জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়েছে, মারপিটের কোন ঘটনা
ঘটেনি।
কলাপাড়া থানার এস আই নজরুল ইসলাম গনমাধ্যমকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে
গেলে ইউপি সদস্য ও এলাকাবাসীদের নিয়ে উভয় পক্ষের সম্মতিতে ১ ডিসেম্বরের
এক মধ্যে সমন্বয় করে দিবেন। মারধরের বিষয়টি উভয়পক্ষ রসে মিমাংসা করে
নিবেন বলে আশ্বাস দেন এবং এবিষয়ে একটি অভিযোগ কলাপাড়া থানায় দায়ের করা
হয়েছে।
Facebook Comments