কলাপাড়ায় মালবাহী
ট্রলী চাপায় মো: সোহেল মোল্লা (২৫) নামের এক মোটরসাইকেল চালকের
মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী
গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত মোটরসাইকেল চালক সোহেল ধুলাসার ইউনিয়নের
পশ্চিম চাপলী গ্রামের আনোয়ার মোল্লা’র পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক যাত্রী নামিয়ে নিজ গন্তব্যে
যাওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রলী গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই
সোহেল মোল্লার মৃত্যু হয়। ট্রলী চালক রুবেল গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান,
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এরপর আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments