কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় গাছ থেকে পড়ে নূর গাজী (৭০)
নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ধুলাস্বার
ইউনিয়নের বেতকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউ,ডি
মামলা হয়েছে।
ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল মাষ্টার জানান, নূর গাজী
নিজের বাড়ীর তুলা গাছে উঠে তুলা সংগ্রহ করছিল । এসময় একটি ডাল ভেঙ্গে
অন্তত: ২০ ফুট উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়,
তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে
আসার পথে তার মৃত্যু হয়।
নিহত নূর গাজীর ছেলে ছবির হোসেন গাজী এ প্রতিবেদককে জানান, তুলা গাছে উঠে
তার পিতা আরো অনেকবারই তুলা সংগ্রহ করেছেন, ঘটনার সময় অপেক্ষাকৃত ছোট
ডালে পাড়া দিয়ে তুলা সংগ্রহ করতে গিয়ে সে এ দূর্ঘটনার শিকার হয় ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: আবুল খায়ের
গনমাধ্যমকে বলেন, বৃদ্ধ মৃত্যুর ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে ।
Facebook Comments