কলাপাড়ায় ৩নং
লালুয়া ইউনিয়ন পরিষদের আওতায় ৯নং ওয়ার্ডের জনগনের সাথে ইউপি চেয়ারম্যানের
উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শেষবিকেলে স্থানীয়
মুক্তিযোদ্ধা বাজারে শতাধিক জনতার উপস্থিতিতে এ উম্মুক্ত ওয়ার্ড সভা
অনুষ্ঠিত হয়।
লালুয়া ইউনিয়ন পরিষদের সচিব মো: নিজাম উদ্দিনের সঞ্চালনায় উম্মুক্ত এই
ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লালুয়া ইউপি চেয়ারম্যান
শওকত হোসেন তপন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লালুয়া
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো
উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য শিমুল তালুকদার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের
সাবেক সভাপতি মিজানুর রহমান খান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী বাদল
হাওলাদার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী শাহীন তালুকদার, ইউপি সদস্য
মাসুদ হাওলাদার ও গনমাধ্যমকর্মী কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির প্রচার ও
প্রকাশনা সম্পাদক রাসেল কবির মুরাদ, দপ্তর সম্পাদক মোয়া্েজ্জম হোসেন।
উম্মুক্ত এই ওয়ার্ড সভায় জনগনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা বাজারে টিউবওয়েল
বসানো, মাদকমুক্ত এলাকা গড়ে তোলা, মুক্তিযোদ্ধা বাজার থেকে আবাসন পর্যন্ত
পাকা রাস্তা, প্রায় ১যুগ পর্যন্ত ভাংগা কালা মিয়ার স্লুইজ ও বড় হোতার
স্লুইজ গেটের ভাংগা দরজা তৈরী করাসহ বিভিন্ন দাবী তুলে ধরলে প্রধান অতিথি
লালুয়া ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস ও বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামীলীগ
সভাপতি তারিকুল ইসলাম জনগনের এসব দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে বলেন,
প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি’র সহযোগিতায় আগামী ৩-৬ মাসের মধ্যে সকল
দাবী পুরন করা হবে বলে দৃঢ় অংগীকার ব্যক্ত করেন।
Facebook Comments