কিশোরগঞ্জ জেলা কারাগারের মো: সিদ্দিক মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো: শামীম ইকবাল লেন, ‘সকাল ৯টার দিকে সিদ্দিক মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুর সনদপত্রে ডাক্তার লিখেছেন হৃদরোগের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে।
ডা. মো: হেলাল উদ্দিন বলেন, ‘কারা কর্তৃপক্ষ বা মৃতের স্বজনেরা যদি মনে করেন লাশের ময়নাতদন্ত করাবেন সেটা তারা করাতে পারেন। তাদের ইচ্ছার ওপর সবকিছু নির্ভর করে। আর যদি মনে করেন ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাবেন, সেখানে আমাদের করার কিছু নেই।’
মঙ্গলবার বিকাল পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি বলে জানিয়েছেন ডা. হেলাল উদ্দিন।
কারা সূত্রে জানা গেছে, মো: সিদ্দিক মিয়া বিদ্যুৎ আইনের মামলায় গত ১২ আগস্ট থেকে কিশোরগঞ্জের কারাগারে হাজতি ছিলেন।