সাতক্ষীরার কালিগঞ্জ চান্দুলিয়া গ্রামের রমেশ মিস্ত্রীর কিশোরী কন্যা (১৪)কে প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে কৌশলে বাড়ী থেকে পালিয়ে নিয়ে গেছে বলে জানা যায়।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান অভিযোগ ও ঘটনা সুত্রে জানা যায়, রমেশ মিস্ত্রীর কিশোরী কন্যা আশাশুনি উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ালেখা করেন, বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রায় সময় সজিব নামের এক যুবক নাবালিকা ছাত্রীর সাথে দেখা করে প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে তোলে এবং গত (১৩ জানোয়ারি ২০২৪) রাত অনুমান ০২.০০ মিনিট সময়ে কৌশলে বাড়ী থেকে পালিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে ছাত্রীর মা বাবা অনেক খুজাখুঁজি করে না পেয়ে, উক্ত ঘটনার বিষয়ে ছাত্রীর মা সুচিত্রা মিস্ত্রী গত (১৬ জানোয়ারি ২০২৪)সে আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের অলিউল্লার পুত্র সজিব আহম্মেদ শুভ (২০) নামের এক যুবকের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন, জি ডি নং ৭২১।
Like this:
Like Loading...