দিনাজপুরে কাহারোলে ডাবোর গ্রামের মৃত আনছারুল হকের স্ত্রী মোছাঃ সামছুন নাহার (৬০)আইন অমান্য করে জোর পূর্বক ইটের প্রাচির নির্মাণ করেছে।
অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষসহ একটি প্রতিনিধিদল গত (১৬ সেপ্টেম্বর ২০২৩)সে সরজমিনে তদন্তে যান,কালে জানা যায় উক্ত গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র রিপন হোসেনের বাড়ীর সীমানা ঘেঁষে গত (১১ আগস্ট ২০২৩)সে বিবাদী সামছুন নাহার তাঁর দলবল নিয়ে জোর পূর্বক ভাবে অনুমান ১০/১২ ফিট উচ্চতার, ২০০ ফিট লম্বা, ইটের প্রাচির নির্মাণ করেছেন, উক্ত প্রাচিরের ব্যাপারে বিবাদী সামছুন নাহারের নিকট জানতে চাইলে তিনি প্রতিনিধিদলকে সীমানা পিলার ও প্রাচির দেখিয়ে দেন তাতে দেখা যায়, ১ ইঞ্চি জায়গাও ছারেন নাই, এতে রিপনের বাড়ী ঘরের জানালা ঢেকে গেছে কোন আলো বাতাস প্রবেশ করতে পারবে না, যদিও আইনে বলা আছে সীমানা থেকে ৩ ফিট জায়গা ছেড়ে প্রাচির নির্মাণ করতে হবে এখানে এই আইন অমান্য করা হয়েছে।
তদন্ত কালে বাদী রিপন প্রতিনিধিদলকে জানান বিবাদী সামছুন নাহার তাঁর দলবলসহ লোকজন নিয়ে আসে জোর পূর্বক প্রাচির নির্মাণ করে, আমি বাঁধা দিলে আমাকে মারপিটসহ খুনজখমের ভয়ভীতি দেখায় আমার কোনো বাঁধা তাঁরা মানেনাই।
উক্ত বিষয়ে রিপন বাদী হয়ে গত (৬ সেপ্টেম্বর ২০২৩)সে সামছুন নাহার ও তাঁর মেয়ে রুনু আক্তার, জামাই মোঃ সাইদকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগে কোন ফল না পেয়ে রিপন বি ডি এম ডাব্লু বরাবরে আবেদন করেন, আবেদনের ভিত্তিতে বি ডি এম ডাব্লুর প্রতিনিধি দল তদন্তে যান।
তদন্ত কালে আরও জানা যায় বিগত (২৪ সেপ্টেম্বর ২০০৪)রে বিবাদী সামছুন নাহার ও তাঁর স্বামী আনছারুল হক দলবল নিয়ে সংখ্যালঘু মৃত হেকু রাম দাসের স্ত্রী নসিমন বেওয়ার বাড়ীতে হামলা করে বাড়ীঘর ভাংচুর করে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করে এবং নসিমনকে মারপিট করে। ঘটনার বিষয়ে নসিমন বাদী হয়ে কাহারোল জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে মামলা দায়ের করেন উক্ত মামলা নং ৩০৮সি ০৪। বিজ্ঞ আদালত গত(৩ জানোয়ারী২০১১) আসামি আনছারুল হক, সামছুন নাহার, ও রনি কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
প্রতিনিধিদল কাহারোল থানায় গেলে থানার সাব ইন্সপেক্টর স্বপন পাল জানান ইতি পূর্বে সুপারি গাছ লাগানো নিয়ে একটি অভিযোগ দিয়েছিলেন রিপন তাঁতে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিষেধ করেছি যে সীমানা ঘেঁষে কোনো পক্ষই গাছ লাগাবেন না এর পরে তো এই ঘটনা হয়েছে, উক্ত প্রাচিরের ব্যাপারে তদন্ত ওসি বাবলু কুমার রায় জানান আমাদের নিষেধ মানেনাই, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুকুল ইসলাম বলেন আদালতে যান।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।