কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় মমতা সূত্রধর (১৭) ও শারমিন (১৬) নামের দুজন আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে ও বীর নোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মমতা সূত্রধর অমৃত সূত্রধরের ছোট মেয়ে এবং বেথইর রইছ মাহমুদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। অন্যদিকে শারমিন কটিয়াদী পাইলট বালিকাউচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সে গোলাপ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পার মমতা সূত্রধর জানতে পারে ধর্ম ও বিজ্ঞান বিষয়ে সে পাশ করতে পারেনি। বিষয়টি সে মেনে নিতে পারেনি। তাই অভিমান করে বিকেলে নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থা দেখ পান। তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ততক্ষণে সে মারা যায়।
এদিকে শারমিনও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ি লোকজন দেখতে পান। তখনই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মরদেহ দাফন ও সৎকার করের পর পুলিশ বিষয়টি জানতে পারে।