মজিবর রহমান গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউপির এক কিশোরীকে গত ২৯ জানুয়ারি বাড়ীর পার্শ্বে থেকে সু-কৌশলে অপহরন করলে সে নিখোঁজ হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেন ওই কিশোরীর পিতা।এই অভিযোগের সূত্র ধরে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের এস,আই জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স আজ সকালে গাজীপুর জেলার কালিয়ৈকর থানা এলাকার একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।এসময় ওই কিশোরীকে অপহরন করে আটকে রেখে জোরপূর্বক ধর্ষনে জড়িত থাকায় শাকপালা গ্রামের বাবুলের ছেলে রাকিব,রশিক নগর(তালতলী) গ্রামের রুপচানের ছেলে সাদ্দাম,বড়গাঁও গ্রামের টুনকুর ছেলে পবনকে গ্রেফতার করে। বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করেছেন।এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় জড়িত সকল আসামিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন।
Facebook Comments