কুড়িগ্রামের রৌমারীতে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনয়িনরে রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এএসআই হামিদের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম (সাগর) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় পুলিশের সঙ্গে আসামি স্বজনদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। পরে পুলিশ আসামিকে হাতেনাতে ধরে বেধড়ক মারপিট করে থানায় নিয়ে আসে।
এ খবর ছড়িয়ে পড়লে থানা থেকে ১০-১২টি মোটরসাইকেলযোগে ২০-২২ জন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অতর্কিতভাবে দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর করে এবং গ্রামের সাধারণ নিরীহ মানুষকে মারপিট করে।
এতে সাগর, জাকির, আব্দুল্লাহ, বাচ্চু, তারেক, রেজাউল ওমেদ আলী, নারী ও শিশু বাচ্চাসহ আহত হয়। পুলিশের এমন কর্মকাণ্ডে গ্রামের মানুষের মাঝে আতংকের সৃষ্টি হয়।
এ ব্যাপারে রৌমারী থানা এসআই আনছার আলী বলেন বলেন, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একাধিক মাদক মামলার আসামি রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম সাগরকে গ্রেফতার করে। এ সময় একটু বাকবিতণ্ডার সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।